রাতের আকাশপানে চাহিয়া দ্বিপ্রহরতা
জীবনেতিবৃত্ত অতঃপর মলিনত্ব পূর্ণতা ।
কত যতনে রাখা সে সবি গুচ্ছ মায়া....
আঁধার রাতের নিবিড়তা সবি বিফলতা !
শরীর ঠাণ্ডা হয়ে আসে শীতল পবনতা ,
কল্পনাতীত পূর্ণতা আজি তবু এতো আলো ?
আবেগী মনগহনে ভরা থমথমে নিথর দেহে !
নিহিত সুখে সে সবি রৌদ্রনিবারক গালিচা ।
মোরি সকল কাতরতা সকলি ক্রন্দনধ্বনি....
অতি অবহেলিতে সময়ে হয়েছে তার সমাধি !
ছুঁই যেন তা বারেবার আলেয়ার শিখায় ভুল করে...
  রাত্রি যতই গভীরে যায় চারিদিকে থমথমে,,,
       নিথর অবাঞ্ছিত কুহেলিকা আশাতীত -
                স্বপ্নালোকের যবনিকাপাত !


৩০, ৩১ অক্টোবর
২০১৯ ।