যেদিন এসেছিলে
হে মোরি সম্মুখে,
বুঝেছিলাম তুমি নহ সাধারন,
অতি আবেগে বেধেছিলাম তোমায়ে,
আমারি সুরেরি বাধনে !
তুমি তো আজও জান নাক
সে কথা,
জানবেও না তা কখনো,
কতখানি তোমায় বেসেছি ভালো।
চোখেরি পলকে বেধেছি তোমায়,
ভাবনাতে তুমি আছো মলিন,
দিন ও রাতের সন্ধিক্ষণে,,,
আমি ছুয়ে ছিলাম শূন্যতার হাত...
তোমার দেহমনে এখন বসন্তের ঘ্রাণ...
আমার হৃদয়ে অসহ্য শীতের রাত....
তোমারি অপেক্ষায়....
হে মৌন মনন্তরে....
আছি বসে.... একাকি !