সেই সৃষ্টির শুরু হতে...
নারী তুমি এসেছ এ ধরায় ।
তুমি নও অবলা, বঞ্চিতা,
                   অতি সাধারণ...
তোমাদেরই মর্যাদা আর শ্রেষ্ঠতা,
   তোমরাই করেছ তা অর্জন ।
    নারী তুমি আজি কল্যাণময়ী
         হয়েছ তাই জয়ের জয়ি....
          তুমি কখনো জননী,
       কখনো স্নেহময়ী বোন
          কখনো বা কারো তনয়া,
    আবার কখনো বা কারো প্রেয়সী !
       নারী মানে তুমি নরের অর্ধাঙ্গী....
          গৃহ হতে বিশ্বভূবনে তুমি
   ছড়ায়েছ আজ আলোর বহুবিধ রূপ !
    তুমি কখনো রবি ঠাকুরের হৈমন্তী...
       আবার বা তুমি শরৎ এর বিলাসী ।
    গুনবতি রূপবতী তুমি অচলা (গৃহদাহ)  !
         তুমিই হেলেন তুমিই ক্লিওপেট্রা
           সৃষ্টির মাঝে অপ্সরী তুমি
                 কখনো বা রহস্যে ভরা ।
    সৃষ্টির মাঝে আজি বিদ্যমান তুমি...
        জীবন সংগ্রামে সাহসের বল তুমি
                                   তুমিই মহান....
                       তুমিই শ্রেষ্ঠত্বের দাবিদার  !
   বিধাতার সৃষ্টি তুমি কত গুনে কত রূপে...
            নারী তুমি উঠেছে তাই আজ      
                                হিমালয়চূড়ে ,
    চারিদিকে আলোকিত তুমি বিশ্বজুড়ে ।


নারী দিবস
০৮.০৩.২০১৯ ।