কড়া নেড়ে গেছি কত
               ভুল দরজায় !
কতটা যে হেটেছি সে পথে
               অবিরাম ভাবে...
ফেরারী হয়ে ফিরেছি আমি ।
দ্বিধাহীন ভাবে ছিলেম জানি...
    ছন্দপতনে আজ আমি
                             বহুদূর !
           আমারি আকাশ বড়
                    মেঘলা আজি ।
     ঝরিতে চাহে সে বারে বারে...
   দিয়েছি যে সে সুযোগ কতবার ,
       কতটা যে প্রতিক্ষায় ছিলো
    আমারি স্বরচিত কবিতা গুলি....
    অনুভূতি টা তবে কি শেষ বুলি ।
বিরহের সময় টা এখন নতুন নয়
  ওটা প্রথম থেকেই ছিলো বেশ !
         ধূসর রঙের আমার সবি
         মিলেমিশে করিছে বসবাস ।
   অনেকটা সাহস নিয়ে আজি
             বলেছিলাম তোমায় !
আমার সেই না বলা কথা গুলি ,
          ছুড়ে ফেলেছ আমায়
            তুমি অশ্রুবারিকনায় !
                 কত রাত যে জেগেছি...
                    তোমার অপেক্ষায় ।
       আজি কি হবে সব অবসান
                কড়া নেড়ে গেছি কত
                           ভুল দরজায় !
       বাড়িয়েছিলাম পূর্ণতার হাত
ফিরেছি আমি সিক্ত শূন্যতার হাত ।
      হৃদয় হাহাকারে বালু মরুতে
         ধুকে ধুকে হয়েছি ক্ষয় !
               খুবই ক্ষতি হত কি
             তোমার মনিকোঠায়...
          এতটুকু জায়গা দিলে !
      আজি শেষের পথে আমি
                     অবিরাম নিলে ।


খারাপ সময়
১০.০৩.২০১৯