কোন এক সন্ধার আকাশে মেঘ জমেছে,
নিস্তব্ধতা নেমেছে কোলাহলে।


ভারি বরষায় রমনী হেটে যায় কোন আবেশে,
কুঞ্চিত তিলক নামা ধরে ডাকে কে?


চারদিকে  ফিসফিস ধ্বনি আর্তনাদ,
রক্ত চোষা হায়না জেগেছে।


কেঁদে কি লাভ  নিছক অভিশাপ বলে যা।


স্তম্ভিত নয়ন কুকরে ভেজালে দেখবে কে
কাপুরুষ ওরা যে।


তবু ভরসা নিজ শক্তিতে,থেমে গেলে হবে কি?
হতে পারে আপনা আপন বলি বধ।


রাক্ষসী রক্ত চোষা শেষ যাত্রা তরি নিয়ে নে।
রমনী আজ জেগেছে আত্ম প্রত্যয়ে।


হুঙ্কারে ধ্বনি উঠেছে, সব লীলা ফুরায়ে।
রমনী আজ জেগেছে আত্ম প্রত্যয়ে।