আমার চাওয়াটুকু যদি ফিরিয়ে দিতে সেদিন,
কোন একটা অজুহাতে আমাকে করতে বারন।
আদিম কামনার অনলে পুড়ে পৌরষত্বের গরিমায়,
নিশ্চিত বিদ্রোহী বনে যেতাম সহসাই।
ধ্বংসের নেশায় দুহাতে কেড়ে নিতাম,
তোমার আজন্ম লালিত স্বপ্নমাখা যত অহংকার!
সেদিন বাধা তো দূরের কথা, বিস্ময়ের ঘোর না কাটতেই,
একে একে খুলে দিলে সব কটি লৌহ কপাট!
প্রহরী সব ঘুমে অচেতন রেখে,
তুমি রাজকন্যা চলে এলে চেনা ডাকাতের কাছে!
হাতে তুলে দিলে রাজভান্ডারের চাবি,
নিতে দিলে সোনা, রূপা, মনি, মুক্তা যত!
সময়ের পরিক্রমায় জীবন থেকে খসে পড়েছে,
সোনালী যৌবনের সবগুলো তুলতুলে পেখম।
এখন আমার বড় কষ্ট হয় তোমাকে নিয়ে,
সেদিন যদি থামাতে আমায় অবাঞ্ছিত পথ চলা থেকে।
আমার মন বলে সেদিন তুমি ঠিকই পারতে,
কিন্তু কেন যে তুমি পারলে না, তা আজও রহস্যই থেকে গেল।
আমার ইচ্ছে আর তোমার দুটি চোখ,
রিপুর তাড়নায় মিলেছিল সেদিন বড়ই অকারণে!
আজো সে স্মৃতি রোমন্থন করতে গিয়ে,
আমি অসম্ভব রকম আনমনা হয়ে যাই।
ক্ষণিকের পাশা খেলায় হেরেছি যেন সব,
অবশিষ্ট বলতে কিছুই নেই আজ আমার!
অমানিশার গাঢ় আঁধারের মাঝে এখন,
পথহারা এক ক্লান্ত পথিক শুধু আমি।
মানসী, একটু আলো নিয়ে আমাকে ,
বাকী পথটুকু দেখাতে আমার সাথী হবে কি?
আমাকে আমার শেষ আস্তানায় যেতে হলে,
তোমার দেয়া একটু আলো আজ আমার বড় প্রয়োজন।