আমায় একটু ছুঁয়ে দেখো প্রিয়,
দেখো কেমন করে জেগে উঠি
নিকোশ কালো এ মাতাল রাতে।
তন্দ্রা হেরে নেশার ঘোরে,
তোমার মাঝে হারাবো আমি
শুধু একটু ছোঁয়া পেলে!
প্রিয় তোমার একটু ভালোবাসা,
একটু আলিঙ্গন, একটু পরশ
আজ আমার বড়ই প্রয়োজন।
তোমার একটু হাসি,
সহসা ই ভুলিয়ে দিবে
বুকে জমানো সব দুঃখ তাপ।
তোমার একটু ছোঁয়া পেলে,
তৃষিত এ হৃদয় খুঁজে পাবে
তপ্ত মরুর বুকে একটুকু মরূদ্যান।
তোমার দেয়া একটু শিহরণে,
শুকনো নদে আসবে বাণ
উপচে পড়া জোয়ারে ভাঙবে দো কূল!
তলিয়ে যাবে ফসলের ক্ষেত,
নোনা জলে জমি হারাবে উর্বরতা
বলো তাতে কি এমন ক্ষতি?
তোমার একটু ছোঁয়া পেয়ে,
বুভুক্ষু দু’টি হাত যদি কিছু খোঁজে
যেথা ইচ্ছে যেতে দিও প্রিয়।
থামাবে না তাদের কোন জড়তায়,
আজকের এ প্রেম অভিসারে
ধরণী এখন নেশায় মাতাল!  
গাঢ় এ আঁধারের মাঝে,
প্রণয়ের আদিম নেশায় হারাবো বলে,
আমাকে শুধু একটু ছুঁয়ে দেখো প্রিয়।