সৃষ্টির সেই আদিকাল থেকে আজ অবধি,
সময়ের কাছ থেকে পাওয়া গেল না একটু সহানুভূতি!
যদি না পেয়েই থাকি তবে মিথ্যে আশায়,
কেন ছুটছি অবিরাম সীমিত বরাদ্দ সময়ের মাঝে!
প্রতিটি ক্ষণ সেকেন্ড, মিনিট, ঘণ্টা,
দিন, মাস, বছর, শতাব্দী আর সহস্রাব্দ,
একে একে হারিয়ে যায় অতীতের গহ্বরে!
অসীম সময়ের কাছে আমরা যে কিছুই না,
হারিয়ে যে যাচ্ছি সময়ের কাছে প্রতিনিয়ত,
পরম এ সত্যটি ভুলে যাই মনের অগোচরে।
মায়াভরা এ পৃথিবী আসলে সময়ের ধুম্রজাল,
এখানে সময়ের কাছে কিছু চাওয়া ভিক্ষার নামান্তর!
কালের বিবর্তনে সব কিছু অবলীলায় হারিয়ে গেছে,
এখনও যাচ্ছে এবং এভাবেই যাবে অনাদিকাল।  
অথচ অবচেতন মনে আমরা প্রতিটি মানুষ,
বেঁচে থাকার আকুতি নিয়েই পার করি সময়।
নিমগ্ন রয়েছি কামনা, বাসনা, লোভ আর ভোগের মাঝে,
সুখের আসায় জীবনটাকে বানিয়েছি যুদ্ধের ময়দান!
এমনটি না করে সময়ের প্রতিটি ক্ষণকে,
পার্থিব জগতের শেষ ক্ষণ ভাবতে ক্ষতি কি?
মিথ্যে মায়ায় নষ্ট আর ভ্রষ্ট পথে কষ্ট না করে,
অনাদিকাল বাঁচার স্বপ্ন দেখা বাদ দিলে মন্দ কি?
আগামী দিনের স্বপ্ন দেখতে ক্ষতি নেই,
তবে অনাদিকাল বেঁচে থাকার নেশায় উন্মত্ত হয়ে,
এক একটা 'অমানুষ' যেন না হই ক্ষণিকের সরাইখানায়!