কদিন আগেও পারিনি আমি জানতে
কেও আমাকে ভালোবাসতে পারে।
ভেবেছি এতদিন  আমার ভেতরে প্রেম বলতে কিছু নেই,
আমি অসাড়, জড়তামাখা একটা খেলনা শুধু!
কিন্তু এখন দেখি, আমার ভাঙ্গা বুকের ভিতরেই,
পরম যত্নে লুকানো রয়েছে কারো বিশ্বাসের ভিত্তি।
বাবুইয়ের বাসার মতো শিল্পীর হাতে তিল তিল করে,
আমাকে ঘিরেই কেও বানিয়েছে তার স্বপ্নের নীড়।
আত্মবিশ্বাসের মায়াবী ছোঁয়ায় তাই আমি আজ,
তাবৎ সংগ্রামের ধ্বজাধারী এক বীর সেনানী!
তার প্রেরণা আমার মাঝে জাগিয়ে তুলেছে,
অসাধ্য সাধনের বজ্রসম মহাশক্তি!
পাথরের পাহাড়গুলো ভেঙ্গে গেছে সব,
বুকের উপত্যকা এখন পলি পড়া উর্বর ফসলি ভূমি!
ঝরনার জল হয়ে গেছে বহমান নদী,
তাতে মনের সুখে কাটে সাঁতার উর্বশী জলপরি।
ধূ ধূ বালুচরে হাওয়ায় দোলে সোনালী ফসল,
ফুলে ফুলে ভরে গেছে আমার শুষ্ক তটভূমি!  
আমার ভালোবাসা আমাকে শিখিয়েছে এখন,
ক্ষণস্থায়ী এ জীবন থেকে অনেক কিছু পেতে।
আমি আজ তাই ম্রিয়মাণ নই, নই আমি ভীরু,
আমার ভালোবাসা আমাকে করেছে অসীম সাহসী।
আমরা দুজন এখন শুধু প্রেমিক-প্রেমিকাই নই,
সব প্রতিবাদ আর সংগ্রামের প্রেরণাদাতাও বটে।