অশ্রুর বন্যার জলে ভাসিয়ে প্রেমের তরী,
সুখের সন্ধানে পাল তুলবো নতুন করি।  
নদী হয়ে বয়ে যাবো সবুজ বনানীর বুকে,
সেখানেই খুঁজে নিবো স্বপ্নের মানসীকে।  
চলে যাবো হৃদয়ের মিলন মোহনায়,
জীবনটাকে সাজাবো নতুন করে সাতরঙ্গা আল্পনায়।
দেখাবো মানসীকে আমার হৃদয়ের সৈকতে,
ব্যথার ঢেউগুলো কিভাবে জর্জরিত করছে আঘাতে আঘাতে।
দেখাবো তাকে সব, কেমন করে হয়েছি ক্ষতবিক্ষত,
হয়েছি কুটিল কামনার হাতে বলি, দুঃখ প্রতিনিয়ত।
হৃদয়ের মাঝে সঞ্চিত সবটুকু ভালোবাসা দিয়ে,
নিঃসংকোচে বাধবো ঘর মানসীকে নিয়ে।
জ্যোৎস্না মাখা মায়াবী রাতের আলো-আঁধারের নীরবতায়,
কম্পিত বক্ষের শিহরণে তাকে জড়াবো মায়ায়!
বুভুক্ষু সিন্ধুর বুকের মাঝে বয়ে যাবে নেশার প্লাবন,
জমানো পলির বুকে প্রশান্তির বীজ করবো বপন।
কপালে দিব টিপ তারে পোড়া আত্মার ছাঁই দিয়ে,
খোঁপার মাঝে থাকবো আমি সিক্ত গোলাপ হয়ে।  
মাতাল রাতের সুবাসিত হিমেল পরশে,
শপথের মালা গেঁথে মানসীকেই রাখবো পাশে।
প্রবঙ্চিত ঢেউয়ের আঘাতের পর,
মিশকালো আঁধারের মাঝেই বানাবো বাসর।
মানসীকে নিয়ে যাবো আমার বিপর্যস্ত জীবন সৈকতে,
গাইবো প্রণয়ের গান নতুন জীবন গড়ার শপথে।
আবেগের কাছে প্রতারিত মনটাকে নতুন করে সাজাবো,
পৃথিবীতে থাকতে আরো কিছুদিন, আমি আবারো ভালোবাসবো।