বিশ্ব আজ এক বন্দীশালা,
কারাবন্দী সব মানুষগুলা।  
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে,
অসহায় রয়েছে ‘করোনা’র কাছে।
সকলের মনে আজ মৃত্যুর ভয়,
একটাই ভাবনা কখন যে কি হয়।


বিশ্ব আজ এক বন্দীশালা,
কারাবন্দী সব মানুষগুলা।  
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তর,
সবখানেই মরণের করুণ হাহাকার।
মানুষে মানুষকে ভয় পায়, বেড়েছে অবিশ্বাস,
অজানা শত্রু দমনে উঠেছে সবার নাভিশ্বাস!


বিশ্ব আজ এক বন্দীশালা,
কারাবন্দী সব মানুষগুলা।  
ভালোবাসা আর যত মান-অভিমান,
রাগ, অনুরাগ সব গিয়েছে নির্বাসন!
পৃথিবীর প্রতি সকলের অফুরান বিশ্বাস,
আরো কিছুদিন তারা নিতে চায় নিশ্বাস!


বিশ্ব আজ এক বন্দীশালা,
কারাবন্দী সব মানুষগুলা।  
‘করোনা’ হানায় সব এলোমেলো,
জীবনের গতি নিমেষেই থেমে গেল!
সব কিছু অবরুদ্ধ, তবুও মানুষ নিরন্তর,
খুঁজে ফিরে ‘করোনা’ দমনের হাতিয়ার!


বিশ্ব আজ এক বন্দীশালা,
কারাবন্দী সব মানুষগুলা।  
দুয়ারে দুয়ারে কড়া নেড়ে বলে ‘করোনা’ ,
ঘরের বাইরে এলে আর বাঁচবে না।
অসময়ে নির্মম মৃত্যু কেউতো চায় না,
বন্দীশালাকেই তাই মেনেছে শেষ ঠিকানা!


বিশ্ব আজ এক বন্দীশালা,
কারাবন্দী সব মানুষগুলা।  
যারা পাল্টিয়ে দিতে পারে বিশ্বের মানচিত্র,
এখন তারাই বড় অসহায়, খোঁজে ফিরে মিত্র।   
মানুষ মারার জন্য তাদের জমানো মারণাস্ত্র যত,
‘করোনা’র কাছে ওসব এখন খেলনা পুতুলের মতো!


বিশ্ব আজ এক বন্দীশালা,
কারাবন্দী সব মানুষগুলা।  
কাঁদে কত মানুষ প্রিয়জনকে হেরে,
শেষ বিদায়ের পথে শুধু রয় তাকিয়ে।
মৃত্যুদূত লুকিয়ে আছে চারপাশে,
তাই শবদেহ বহনের মানুষটিও নেই কাছে!

বিশ্ব আজ এক বন্দীশালা,
কারাবন্দী সব মানুষগুলা।  
পাপ, অনুতাপ, হিংসা, বিদ্বেষ সব ভুলে,
ক্ষমা চাই স্রষ্টার কাছে অবিরত, তাহলে
হয়তো অচিরেই দূর হবে ‘করোনা’ সর্বনাশী,
বন্দীশালা থেকে মুক্তি পাবে তাবত বিশ্ববাসী!


বিশ্ব আজ এক বন্দীশালা,
কারাবন্দী সব মানুষগুলা।  
মানুষ এখন মেতেছে আবিষ্কারের নেশায়,
পরাজিত হবে ‘করোনা’ তুমি, পালাতে হবে তোমায়।
বিশ্ব বিধাতা তোমার কাছে প্রার্থনা সর্বশেষ,
‘করোনা’ থেকে বাঁচাও এ পৃথিবী, ‘করোনা’কে কর নি:শেষ।