চাঁদহীন নিশিতে রয়েছে এখন মিশকালো আঁধার,
তারই মাঝে হারিয়ে যাক না, যা কিছু হারাবার!
শেষ অভিসারের কাঙ্ক্ষিত কমনীয় ক্ষণ,
কামনার অনলে পুড়ে যাক সব, হয়ে যাক লুণ্ঠন!
দুটি দেহে আজ কামনার মৃত্যু ক্ষুধা,
চলো পান করি শেষ বারের মতো, জীবন হারানো সুধা!
পৃথিবীর কেহ যখন থাকলো না আর আমাদের পাশে,
জানবে শুধু স্বপ্নগুলো হেরেছি নষ্ট সুখের উল্লাসে!                                    
যেখানে ভালোবাসার দাবি কুরে কুরে মরে,
কতকাল বাঁচা যায় বলো? বিরহের কাঁটা গেঁথে অন্তরে।
যখন হৃদয়ের আকুতি হারায় ভ্রান্ত আভিজাত্যে,
তখন মিনতি জানাবো না কারো কাছে, প্রেমহীন এ মর্তে!
আপনজন সব যখন হয়ে গেছে আড়াল,
তখন অপবাদ, অপমান কেন সয়ে যাবো অনন্তকাল?
তার চেয়ে ভালো, চলো বিষের মদিরা আকণ্ঠ করে পান,
অনন্ত আঁধারে বিলিয়ে দেই জোড়া দুটি প্রাণ।
মোরা ভীরু, কাপুরুষ, সমর থেকে পালানো সৈন্য,
দুঃখ নেই প্রিয়তমা, করুক না ওরা সেভাবে  আমাদের গণ্য।
আমরা তো চাইনি চলে যেতে এ সুন্দর পৃথিবী ছেড়ে,
ওরাই তো দিল না বাঁচতে, নিয়েছে আমাদের ভালোবাসা কেড়ে।
অবশেষে যন্ত্রণামাখা ভালোবাসার আলিঙ্গনের পরে,
চলো মিশে যাই লক্ষ কোটি তারাভরা রাতের বাসরে!
মিলনের সেই মহাকালের অনন্ত আহ্বানে,
অমানিশার এ আঁধারে চলো মিশে যাই অতি সংগোপনে।
যাব ই যখন এ নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে,
কি হবে প্রিয়তমা, নিশিভর ক্ষীণ এ প্রদীপ জ্বেলে?
চলো নিভে ফেলি তা, এখনি এক ফুৎকারে,
চিরদিনের মতো দুজনে হারাবো, অনন্ত অসীম আঁধারে!