বড় দুঃসময়ে এসেছিলে সেদিন প্রভাতে,
জানাতে আমায় সম্ভাষণ ফুল রেখে হাতে।


ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়ে, বিরহের দীর্ঘ রজনী শেষে,
অপেক্ষার প্রহর গুনেছ কেবল, আমার দুয়ারে বসে।


গভীর নিদ্রারত ছিলাম আমি সে প্রভাতে,
চেতনার অসাড়তা নিয়ে অন্য কোন জগতে!


তুমি এসেছো বহু পথ পেরিয়ে প্রশান্তির পরশ পেতে,
ভালোবাসার বন্ধনে জড়িয়ে আমার জীবন সাথী হতে।


বাধার প্রাচীর পেরিয়ে এসেছো আমার সীমানায়,
শুধু তোমার স্বপ্নের কথাগুলো শোনাতে আমায়।


আমাকে নিয়ে তোমার প্রত্যাশা ছিল শত শত,
অথচ আমি ছিলাম নিস্তব্ধ নিথর শবদেহের মতো!


ভোরের মিষ্টি আলো ঢুকেনি আমার কপাটবদ্ধ ঘরে,
জেনেছি আমি এসেছিলে তুমি, চলে যাবার পরে।


চেয়েছিলে সে প্রভাতে গোলাপের মালা পরাতে আমায়,
অথচ আমি নেশার ঘোরে, রয়েছি পড়ে অযত্ন অবহেলায়!


অশ্রুর বন্যা দু’চোখে তোমার, না পেরে আমায় দেখতে,
স্বপ্নগুলো ঝরে যায় নিমেষে, যা চেয়েছিলে বলতে।

লজ্জা, ক্ষোভ আর অভিমানে অবশেষে ফিরে গেলে তুমি,
বদ্ধ ঘরের দরজা খুলে এখন, কেবল তোমাকেই খুঁজি আমি।