ভালোবাসার বাহুবন্ধন একটা সময় শিথিল হলো,
জীবন থেকে মুছে গেল রোমান্টিক সময়গুলো!
ভালোবাসার সব মানুষগুলো এক এক করে,
চিরদিনের মতো চলে গেল  ভাসিয়ে শোকের সাগরে।  
অস্তগামী সূর্যটাকে দেখে এখন ভাবতে থাকি,
আগামী সকালে আবার আমাদের দেখা হবে নাকি?
জীবন প্রদীপ নিভে গেলে একবার,
জানি কখনও ফিরে আসবে না আবার।
আমিও একদিন চলে যাবো অনেকের মতো,
হয়তো কিছুকাল বেঁচে থাকবে স্মৃতিগুলো যতো।
কালের বিবর্তনে একটা সময় এসবের কিছুই থাকবে না,
জগত সংসার শুধু মায়ার বন্ধন-একথাটি বুঝে কজনা?
আজ আছি কাল হয়তো থাকবো না এটা যদি মানি,
দূর হবে মিথ্যে মায়ায় জগত সংসার নিয়ে টানাটানি।
জীবনটা বড় ক্ষণস্থায়ী ভাবছি এখন বারবার,
কোনই প্রয়োজন নেই আর মিথ্যে মায়ায় জড়াবার!