তোমার স্মৃতিগুলো নিয়ে লেখা কবিতাটি যখন,
প্রথম প্রকাশিত হলো সাময়িকীর পাতায়।
অসংখ্য কবিতাপ্রেমী কবিতাটি পড়ে তখন,
নিছক একটি প্রেমের কবিতাই ভেবেছে নির্দ্বিধায়।


অথচ আমি ছাড়া কেহ কি জানতে পেরেছে,
কত কষ্টে আঁকা হৃদয় ব্যঞ্জনায় সাজানো কবিতাটি?
কবিতার প্রতিটি শব্দ আজও আমার কাছে,
মনে হয় সুন্দর অবয়বে তোমাকেই দেখছি পরিপাটি!  

পুরো কবিতার প্রতিটি শব্দের মাঝে যেন তোমার
স্মৃতিগুলো, যা আমাকে জড়িয়ে রেখেছে পরম মমতায়।
তাইতো যতবার পড়ি কবিতাখানি ততবার হৃদয়ে আমার,
কি যে কষ্ট দেয় তা অন্য কাউকে বুঝানো সম্ভব নয়।


পরম যত্নে তোমার অস্থিত্বকে কখন যে লুকিয়ে রেখেছো,
হতভাগ্য কোন কবির কোমল হৃদয়ের সংগ্রহশালায়!
কবিতাটি প্রকাশের আগেই তুমি আবার হারিয়ে গেছো,
তাই তোমাকে নিয়ে লিখলাম এ কবিতা অসীম মর্ম যাতনায়।


তোমার বিরহে মনের কষ্টগুলো নিয়ে গেঁথেছি পঙক্তিমালা,
কলমের আছড়ে কবিতার মাঝে তাই তোমাকেই খুঁজেছি।
কবিতাটি পড়ে এখন শুধুই বাড়ে বিরহ মনের জ্বালা,
একটি কবিতা এতটা কষ্টের হবে একবারও কি ভেবেছি?