চোখে চোখ রেখে  হাত দুটি ধরে,
শপথ করা হয় নি বলে।
তিনটি বছর বলোনি কথা,
মানসী তুমি অভিমান ছলে।


বুকে টেনে নিয়ে বললাম যেদিন,
ওগো তুমি যে মানসী আমার।
সব অভিমান সহসা ভুলে,
মুখে সে কি অনাবিল হাসি তোমার।


আনত আঁখি দুটি হলো অশ্রুসজল,
চিবুকে যেই দিয়েছি হাত।
লজ্জার বাঁধ গেল ভেঙ্গে,
হলো এত দিনের বিরহ নিপাত।


আলিঙ্গনে দুজনার শিহরিত মন,
ততক্ষণে ভুলে গেলে শপথের কথা।
নীচু স্বরে বললে শুধু-দুষ্টুমি হচ্ছে খুব,
আবেগের বশে পেলে কিছু ব্যথা!


তোমার সব স্মৃতিগুলো আজ,
বুকের মাঝে জমানো ব্যথা।  
ছাপা কান্নার শেষে মন চায় লিখতে,
তোমায় নিয়ে বিরহ প্রেমের কবিতা।


কবিতাগুলো তোমাকে শোনাবো বলে,
অবিরত আজো লিখে যাই, অবশেষে
বুক ফেটে কান্না আসে  যখন
মনে পড়ে যায়, তুমি তো না ফেরার দেশে!


যতবার চেয়েছি ভুলে যেতে সব,
ততবারই অভিমানী মন করেছে বারন।
তারপরও নিরন্তর কবিতা লিখে
মানসী, তোমায় করবো স্মরণ।