লাখো শহীদের পবিত্র দেহ মিশে আছে
বাংলার এ পবিত্র মাটিতে।
এক ইঞ্ছি মাটিও তো খালি নেই,
যেখানে মিশে নেই শহীদের রক্ত,
পুরো বাংলা তো তাই একটা সমাধিস্থল !
পবিত্র এ বাংলার বুকের উপর
যখন উল্লাসে ঘুরে বেড়ায়,
একাত্তরের কিছু হায়েনা, কুলাঙ্গার, পাষণ্ড রক্তচোষা রা
ইতিহাস বিকৃত করে অশ্রদ্ধা করে,
লাখো শহীদের আত্মত্যাগকে,
তখন সকল শহীদের অতৃপ্ত আত্মা
আমাদেরকেও অভিসম্পাত দেয়।
শুধু তাই নয়, অভিসম্পাত দেয়
একাত্তরে স্বজনহারা, নির্যাতিত মানুষগুলো।
ধিক সে সব কুলাঙ্গারকে
যারা মা, মাটি আর মানুষের প্রতি
আজও শ্রদ্ধা দেখাতে পারলো না।
তাই, মীরজাফরের নামের সাথে তাদের নামও
ঘৃণা ভরে মনে থাকবে অনন্তকাল।
তাদের প্রতিটি সমাধি তে লিখে রাখা হউক-
‘এখানে শায়িত আছে মীরজাফরের উত্তরসুরি’!