আমার নাম আজ হতাশার খাতায়,
আমি ভাসছি অথই অশ্রু সাগরে!
আমার সুখ সেতো চাতকের পাখায়,
নিরন্তর উড়ে যাচ্ছে অপেক্ষার অধিকারে।


আমার প্রেম শরতের শিশিরের ছোঁয়ায়,
শুভ সম্ভাষণের পরই উবে গেছে।
আমার আশা কেবলই ভাসে নিরাশায় ,
অলীক কল্পনার দূর কোন দেশে!


আমার অভিযোগ ফিরে আসে নিরন্তর,  
নিষ্ফল প্রতিধ্বনি হয়ে আমারই কাছে।
আমার বেদনা পাথরের বুকে নির্ঝর,
হৃদয় থেকে অবিরাম ঝরেই চলেছে।


আমার অব্যক্ত কান্না সেতো আবার,
হৃদয় মাঝে জমানো রক্তাক্ত নির্যাস।
আমার দু:সহ যন্ত্রনা বিষাক্ত শর,
বুকে বিঁধে কেড়ে নিচ্ছে নি:শ্বাস!


আমি এখন ঠায় দাঁড়িয়ে আছি,
ধ্বসে যাওয়া ভগ্ন দেয়ালের মতো।
নীরবে নিরবধি কেবল ক্ষয়েই যাচ্ছি,
ধ্বংস প্রাসাদের ইট, বালির মতো।


ক্রমান্বয়ে জীবনটা নি:শেষ হয়ে যায়,
সুখে সাজানো সুন্দর পৃথিবীর মাঝে,
তোমাদের দেয়া নিষ্ঠুর ভালোবাসায়,
হৃদয়টা টিকে আছে কঙ্কালের খাঁজে!  


হতাশার পৃথিবী থেকে যাবো হারিয়ে,
মহাকালের গর্ভে অচেনা ঠিকানায়।
নিকষ আঁধারের মাঝে যাবো লুকিয়ে,
খুঁজলেও পাবে না অসীম শূন্যতায়!