গাঢ় আঁধারে ডুবে আছে ধরণী,
নিঃশব্দ জনপদ মিশে আছে নিদারুণ স্তব্ধতায়।
দূর থেকে ভেসে আসে নিশাচরের ডাক,
শান্ত নিশীথের সে কি অপূর্ব জড়তা!
মাদকতা ভরা হিমেল মলয়ের মাঝে,
মোহের দহে পুড়ে যাচ্ছিল তোমার দেহখানি।
উষ্ণ পরশে ততক্ষণে ছুঁয়ে গেছে আমার হৃদয়,
অশান্ত বাহুগুলো ছুটে যেন কারো সন্ধানে!
দুজনের মাঝে ছিল না কোন বাধার প্রাচীর,
রসিকতায় শুধু ক্ষাণিকটা করেছিলে ব্যাকুল।
এমনি এক নেশাভরা ভালোবাসার বন্ধনে,
তুমি আমায় জড়ালে অবশেষে!
যা কিনা কোন শাশ্বত প্রেমের স্বরূপ নয়,
হতে পারে শুধু মাংসলোভী নিশাচরের অভিসার!