তুমি জানতে চাওনি একবারও  
কখন আমি বিদায় নিবো।                                            
মোহের আবেশে জড়িয়ে ধরো আমায়,
সে বাঁধন শিথিল হয় অজানা আশংকায়।
অভিমানে কত কথাই বলো দাঁড়িয়ে পাশে,
অনুযোগ ভরা সে কথাগুলো শুধু শুনেছি আমি।
যদিও জানতে একটা সময় চলে যাবো আমি,
তবুও কমেনি পথিকের প্রতি তোমার ভালোবাসা।
বিদায় বেলায় বিরহ কাতর মনে,
দুচোখ বেয়ে শুধু ঝরালে শ্রাবণ ধারা।
বিমর্ষ হৃদয়ে আমাকে করলে তিরস্কার,
আমিও মেনেছি এটাই আমার উপহার।
ক্ষণিকের ভালোবাসায় ছিলে উতলা কেবল,
বুঝতে পারনি বাস্তবতা কত নির্মম!
পথিকের ভালোবাসা এমনই হয়,
যেমন করে ডালে বাধে পাখিরা বাসা।
পথিক পথ হারাবে পথের মাঝে, শিঁকড়ে জড়াবে না মাটি
জগৎ সংসারের এ যে অমোঘ বিধান!
তারপরও আমার যা কিছু অহংকার,
ক্ষণকালে করেছি উজাড় আহ্বানে তোমার ।
তোমার তৃষ্ণা কাতর প্রাণে,
একটু হলেও দিয়েছি শীতল জলের সিঞ্চণ।
রাত শেষে ভোরের আলোর মাঝে
এটুকুই হোক না তোমার শেষ শান্তনা!