প্রথম চিঠিতে লেখা কথাগুলো তোমার,
আজও ঢেউ তোলে হৃদয়ে আমার।
প্রতিদিন সেই ছোট্ট চিঠিখানি পড়তে গিয়ে,
তোমার আত্মার গভীরে আমি যাই হারিয়ে।
একরাশ বর্ণমালা আমাকে জড়িয়ে সংগোপনে,
প্রেমডোরে দেয় চুমু উষ্ণ আলিঙ্গনে।
ছোট্ট ঐ এক টুকরা কাগজের পাতায়,
কি যাদু আছে মিশে, যা কেবল আমাকে ভাবায়।  
সামান্য ক’টি লাইনের মাঝে রয়েছে লুকানো,
তোমার বিশ্বাস আর স্বপ্নের কথাগুলো জড়ানো।
‘প্রিয়তম, আমি তোমাকে নিয়ে চাই বাঁচতে,
চাই অনাদিকাল প্রেমের বাঁধনে ধরে রাখতে।
যদি চলে যাই, তোমার আগে এ পৃথিবী থেকে,
গড়ে দিও আরেকটি ‘তাজমহল’ সমাধির বুকে’!
পেলাম তোমার প্রথম পত্রখানা যেদিন,
মানসী, তোমায় দিয়েছিলাম কথা সেদিন,
আমি হবো তোমার কাছে, একালের ‘শাহজাহান’,
আর ‘মমতাজ’ হয়ে তুমি, ভালোবাসাটুকু রেখো অম্লান।
অভাগা মন কাঁদে এখন, প্রিয়তমা তুমি যে নেই পাশে,
তোমার স্মৃতি নিয়ে আমি, ‘তাজমহল’ গড়বো অবশেষে।
আজ তুমি নেই কাছে, আমি যে ভীষণ একা,
স্থপতি হয়ে করলাম শুরু, ‘তাজমহলে’র নক্সা আঁকা!