সাগর সঙ্গমে খুঁজেছি নোনা জলে,
মানসী, তোমাকে পাবো বলে।
সিক্ত বেলাভূমে এঁকেছি ভালোবাসার ছবি,
তার মাঝে লিখেছি তোমার নাম।  
জানি একটা সময় ঢেউ চলে এলে,
মিশে যাবে ওসব সাগরের জলে।
সাগর পাড়ে কুড়ানো ঝিনুকে গেঁথেছি মালা,                                            
তোমার গলায় পরাবো বলে।
হাতের চামড়ায় কেটে লিখেছি তোমার নাম,
আজীবন রাখতে তোমার স্মৃতিটুকু অম্লান।
জানি এ যে নিষ্ঠুরতা নিজের প্রতি,
এও জানি ভালোবাসা আর নিষ্ঠুরতা
কখনো চলে না পাশাপাশি।
তবুও করেছি এমন পাগলামি,
কারন তোমায় যে ভীষণ ভালবাসি।
তোমার জন্য ঠোঁটে রেখেছি সিক্ত চুম্বন,
বুকে রেখেছি পেলবিত পরশ।
হৃদয়ের কোনে রেখেছি প্রণয়ের সুর,
নিত্য বাজে সে সুর বড় সুমধুর।
তোমার অস্তিত্বমাখা সব স্মৃতিগুলোর মাঝে,
আমি লুকিয়ে থাকি প্রতিক্ষণ।
সুখস্মৃতিগুলো আগলে রেখেছি যতনে,
মানসী, তোমাকে পাবো বলে।