তোমার মায়াবী দু’টি চোখের মাঝে,
জগতের সব সুখ যেন পাই খুঁজে।
তোমার হাসি আমাকে উতলা করে,
অবুঝ মনটা দেয় শিহরণে ভরে।
কুমারী লতা হয়ে খোঁজ কাউকে জড়ানোর বাসনায়,
তাই তোমার কাছে বারবার আমাকে আসতেই হয়।


আমাদের না বলা ভালবাসাটুকু বাড়ায় কেবল যন্ত্রণা,
তবুও আমার মন তোমাকে নিয়েই খোঁজে শান্তনা।
ভীরু মনে ভাবি আমি প্রতিক্ষণ,
‘তোমাকে ভালবাসি প্রিয়তমা’-এ কথাটি বলবো কখন।
ছোট্ট এ কথা দুটি বলবো তোমায়, যতই থাকুক মনে সংশয়,
তাই তোমার কাছে বারবার আমাকে আসতেই হয়।


চাঁদনী রাতের স্নিগ্ধতা ভরা নীরবতার মাঝে,
হৃদয়ের বাসনা কে সাজাই শুধু আল্পনার সাজে।
বসন্তের কাননে ডাকে কোকিল, শুনায় সুখের বারতা,
ছন্দের বাঁধনে তাই লিখে যাই কত যে কবিতা।
কবিতার মাঝে লুকানো মনের কথাগুলো শোনাবো তোমায়,
তাই তোমার কাছে বারবার আমাকে আসতেই হয়।