ভালোবাসার রং আসলেই বিচিত্র-
শত ভাগ ভালোবাসা না থাকলেও ,
একই ছাদের নীচে থাকতে তো অসুবিধা দেখছি না।
আবেগের বন্যার তোড়ে ভাসতে ভাসতে অবশেষে,
মিলন মোহনায় হারিয়ে যেতে ও নেই মানা!


ভালোবাসার রং আসলেই বিচিত্র-
মান অভিমান যতই থাকুক জগত সংসারে,
সম্পর্কের সুতাটা টিকে তো আছে যুগ যুগ ধরে।
একটু আধটু খুনসুটি নিত্য লেগে থাকলেও,
ভালোবাসার পারদ উঠা নামা বন্ধ হয়নি কখনো!


ভালোবাসার রং আসলেই বিচিত্র-
শ্রাবণের জলে ভিজতে গিয়ে অবশেষে,
দ্রোহের মোহে বেড়ে যাওয়া অবিশ্বাস হয়তো কমে।
আবার দিনশেষে যোগ হওয়া ক্ষোভ রাতের কুয়াশায় ভিজে,
আরো সবুজ, সতেজ হয় ভোরের গোলাপ!

ভালোবাসার রং আসলেই বিচিত্র-
সম্পর্কের বাঁধনটুকু আজো ছিঁড়েনি অদৃশ্য ইশারায়!
এমনি করে ভালোবাসা অটুট থাকবে আরো কিছুকাল।
‘ইলাসট্রিসিটি’র সূত্র মেনে একবার একান্ত কাছে,
আবার না হয় একটু দূরে-এটুকু ই যা ব্যবধান!