ভয় হয়
আঁখি  খানা চেয়ে আছে
মাটির ও দিকে
নতুন ঘরে কবে যে ডাকিবে?
নিকসকালো  এই আ ধারে, সূর্য না উঠিবে,
চিরতলে ঘুমিবে মোর দেহ
চার দেয়ালে কালো  ঘটায়
ভয় করে খুব ভয় করে
বালক শুনিয়ো কথা খানা একবার, যদি পারো মানিবার,
প্রলোভন  এর মায়া ঘিরবে তোমায়


দিবে সোনার ডানা
করবে তোমার ইচ্ছে পূরণ,
চাইবে তোমার বিবেক
চাইবে তোমার মনুষ্যত্ব
দিয়ো না তারে বূলি
হইয়ো না পথচারী পাপাচার রাজ্যে,
মনে আনিও ভয়
বিবেক মনুষ্যত্বের প্রাচীরে, ঘিরবে তোমার সত্যের অরণ্য।
হে বালক  সত্তাটাকে রেখো বাঁচিয়ে, করিও লালন  তার মাঝে ভয়কে
তাই বলি বালক  ভয় হয়,
হিয়া মাঝে বড় ভয় হয়