এসো না ভাই মাংস-রুটি খাই!
আর আমোদ-প্রমোদ গাই!


বোম্বাগড়ে উড়িয়া যাই
মেখলাভেলায় চড়ে,
আাকাশ থেকে নামব মোরা
সাতরাস্তার মোড়ে;
সেইখানেতে ঘুমিয়ে আছে
স্বপ্নবুড়োর ছেলে
তোমার সঙ্গে বেড়াব আজ
মাংস-রুটি পেলে৤


এসো, এসো, পান্তাভূতের ছানা!
তোমার সঙ্গে ভাগ করে খাই
গরম গরম খানা-
সেদ্ধ করা মজ্জ্বা-মুলো,
হাত বাড়িয়ে নুলোনুলো
মজার মজার কাকড়াগুলো
খাইতে না’ক মানা;
জোসনা রাতে আলোর ঝাড়ে,
ঝকঝকিয়ে ঝোনাক উড়ে
মধুর সুরে গাইব মোরা
ভূতের রাজার গানা!