নজরুল আমি বিদ্রোহী বাণী গাহিনু সহাস্যে,
আকাশ ঊর্ধ্বে প্রলয় ঝঞ্জা ঝংকারে ভাষ্যে৤
মোহররমের মৃত্যুললিত কারবালা প্রান্তরে,
গাহিয়াছ ‍তুমি মুর্সিয়া গান করুণছন্দ স্বরে;
সেই অক্ষরে চলিয়াছে তরী আগমনী বজ্রাণী
খেয়াপারে বুঝি দাড়ায়ে রয়েছ খেয়াপারের তরণী!
জ্বালিয়াছ দ্বীপ কন্ঠে প্রদ্বীপ সুরু শ্যামাঙ্গ ধ্বনি’
সেই কন্ঠেই গাহিছ অমনি ইসলামী রৌশনী!