অর দিয়ে বরইয়ের ভত্তা!
খায় বসে বড়বাবু কত্তা!
কুচকুচে দেহ তার ঝাঁকালো,
টকফল গাছে ধরে পাঁকালো;
আরে বাবা! এতো নয় কসটা!
খসখসে পাতা তার পসটা৤
উজবুক ডালে দিয়ে রান্না-
চেটে খায় ভজহরি মান্না!
টকটক লাগে গো জিভে তার,
টকফল দেখতেগো কী বাহার!