আজ আমার মনের আকাশ বেদনায় নীল,
দুঃখ ভারে মনটি ভীষণ কালো !
ভালো লাগার একটি গানের প্রদীপ ছিলো আমার-
নিভে গেলো চিরতরে তার আলো ।


বিরহ বেদনার দু চোখের সাগর থেকে ঝরা লোনা বৃষ্টির জল -
হয়তো শুষে নেবে অনার্দ্র মাটির তল !
তবুও কি ভুলতে পারবো শুয়াচাঁন পাখি বলে তোমার সুরের টান ?
না, কখনো না । প্রিয় বারী সিদ্দিকী তুমি চির অম্লান ।


পাতাল বিছানায়- তোমাকে শুইয়ে দিলেও
চির বিদায় বলছেনা এই হৃদয় !
কবি রুদ্রের ভাষায়ই বলি -
চলে যাওয়াই প্রস্থান নয় !


তোমাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সব ফুলেরা বলেছে-
তাদের সুবাসে তোমারই ছোঁয়া দেবে বারবার ।
বেদনার সুর বাঁজিয়ে সব বাঁশি বলেছে-
তাদের সুরে হবে তোমারই জয়গান ঝংকার ।


জানি, নশ্বর এই পৃথিবী ছেড়ে সবাই চলে যায় একদিন ।
কেউই নয় এর ব্যতিক্রম ।
তাই, গ্রহণ করো আমার বিনম্র শদ্ধাঞ্জলি, কথা দিচ্ছি তবে- মনের মনি কোঠায় তুমি রবে বেঁচে চিরদিন ।
এ কেবলই একটু দৃষ্টি সীমানার অতিক্রম !
---------------------------------------------------------------
উৎসর্গ : প্রিয় কন্ঠ শিল্পী বারী সিদ্দিকীকে ।