সোনার দেহে, শুভ্র বসনে, ফোঁটেনি কদম এবার মনের মুকুরে।
বর্ষাবরণে, তোমার চরণে, লাগেনি ছোঁয়া সিক্ত আকাশি জলে।
যদিও প্রকৃতি ঋতু বদল করেছে আগের মতন!
তবু, এ কেমন বৃষ্টির দিন! বলো?
রমনার সবুজ জমিনে বসে বৃষ্টিতে ভেজা হলো না!
টাপুর টুপুর নুপুর বাজে, হৃদয় নাঁচে না!
ফোঁটে কদমফুল গাছের ডালে ডালে কেবল-
চোখ দ্যাখে, মন দ্যাখে না!
দূরত্ব আর দুঃসময়ের সাদাকালো ফ্রেমে-
বন্দি বর্ষাচিত্র আমাদের। বিরহী সুরে-
মাতাল বাদল দিনের গান!