মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে ত্রিশ লক্ষ
আবাক হই, যখন দেখি - দুটি পক্ষ
এ নিয়েও !


বিজয়ের, স্বাধীনতার অর্ধশত বছর  প্রায়
এই বাংলার বুকে- হয়েছে অতিবাহিত হেথায়
অথচ আমরা বিভক্ত !


এ প্রজন্মের তরুন যারা- আমরা ভাবি -
এ নিয়ে বিতর্ক- অহেতুক, ভ্রান্ত দাবী !
আমাদের কাছে- সর্বজন স্বীকৃত এ শহীদের সংখ্যা ।
দয়া করে, বাজিও না কেউ এ নিয়ে ভাঙা ঢোল- নিয়ে শংকা !
তোমরা কেউ বলছো- এ বাস্তব, কেউ বলছো- এসব মিথ !
আমরা তরুন বলছি - এই ত্রিশ লক্ষই সঠিক, আমাদের চলার ভিত ।
কারো প্রতি অনুরাগ বা বিরাগ নিয়ে - আমরা নাই,
এই ত্রিশ লক্ষ শহীদ নিয়ে কোন বিতর্ক আর না চাই ।  


মৌলিক বিষয়ে, অস্তিত্বের বিষয়ে- জাতির কাছে
বিনীত এক আর্জি আছে
এ নতুন প্রজন্মের –
শক্ত করে জাতীয় ঐক‌্যের রশি
এসো ধরি- আমরা সবে
চেতনা কেবলই  একাত্তরের ।