হাতি, ঘোড়া আকাশ চরে-
যায়না তারা জলের তল!
গাধার দল বলতেই পারে-
মেপে দেখি কতো জল!!
এসব নিয়ে শ্লেষ করার-
দিন হয়েছে কবেই শেষ!
আদা আসে জাহাজ করে-
সবার খবরে দেশ বিদেশ!!
প্রবাদ পাল্টে হয়েছে  প্রলাপ-
নেই কেউ বোকা, ভাঁড়!
সময় বুঝে থলের বিড়াল-
ম্যাঁও বলে দেয় চিৎকার!!
এখনও যেসব পন্ডিত মশাই-
বাজাও পুরানো সুরে বাঁশি!
মনে রাখো হিসেব কষেই-
হবে অদল-বদল হাসি!!