আদুরী, আদর জোটেনি ভাগ্যে যার
বাবা নেই বলে মা তার
আদর সোহাগ বঞ্চিত করে
রেখে গেল অন্যের ঘরে
কাজের মেয়ে আজ তার পরিচয় ।
ক্ষতি নেই তাতে-দু মুঠো ভাত যদি জোটে
কি এমন আসে যায় পিঠে চপেটাঘাতের চোটে
খুন্তির ছ্যাঁকায় শরীর যদি ঝলসে তার
তবুও বলার নাই কিছু, নাই কোন উপায়
পেট তার কাতর ক্ষুধার যণ্ত্রনায় ।
বয়স কম শিশু মন
চায় পড়তে কানের দুল
বাসার পুতুল ছোট খুকীর দু পয়সার দু দুল
নিজের কানে পড়ে তা করে সে মস্ত ভুল
গৃহকর্ত্রী রেগে বলে এ মহা অন্যায় ।
হুংকার ছেড়ে কর্তা ডাকে
হাত দুটি বেঁধে ফেলে
উত্তম মাধ্যম দিল তারে
যার সাধ্য যত, ইচ্ছে মত
যতক্ষণ না আদরী মৃতপ্রায় ।
হায় হায় বেগতিক দশা
মরবে বাসায় যাবে জেলে
কি করা যায় কি উপায় মেলে
গৃহকর্ত্রী কর্তারে বলে
ডাস্টবিনে ফেলে এসো দায় ।
এমনটি হয়তো পড়েছেন সবাই
পত্রিকার পাতায়
বলি কতকাল আর হারবে মানবতা
ক্ষুধার যণ্ত্রনায় ।
ক্রীতদাস প্রথা হয়েছে বিলোপ
এ বিশ্ব মাঝারে
কাজের লোক কি মানুষ জাতি
আজ প্রশ্ন আপনারে ।