দুঃখিত, আমাকে ভালোবাসতে বারণ!
বারণের কারণ-
চাল-চুলোহীন আমার, কিছুই নেই-
হৃদয়জুড়ে কেবল আছে- একটি বাউলে মন!
ভালোবাসলে তাই-
দু' চারটি গান বা কবিতা পেতে পারো-
তোমাকে উৎসর্গ করে,
কয়েকদিন চলতে পারে, তারপরে,
এভাবে চলবে না তোমার!
তারচে' বরং ভালোবাসো কোন রাজপুত্র-
হবে সব ইচ্ছে পূরণ!
শাড়ি, চুড়ি, গয়না... সবকিছু থাকবে- তোমার হাতের মুঠোয়!
তবে বলতে পারি না, কবিতা বা গানের সুরে-
তোমার ঘুম ভাঙার অপেক্ষা কেউ করবে কিনা- রাত দু'টোয়!
দুঃখিত, আমি! দিতে পারবো না-
মিথ্যে কোন আশার বাণী।
তুমিও, আমাকে বুঝতে বলো না-
সামষ্টিক অর্থনীতি!
আমি, বাউলে মনেই থাকি...