আজ বিকেলে নীল আকাশে ফুটেছিলো সাদা মেঘের ফুল,
আমিও সাদা পাঞ্জাবী পরেছিলাম, তুমি নীল শাড়ি পরলে না !
কাছে আসলে না, বৃথাই বিকেল বেলা - করলে নিশ্চিত ভুল !
দেখা যাক, কোন সাজে -
আগামী দিনের পড়ন্ত বিকেলে আকাশ থাকে কোন রূপে
আর কি প্রতিক্রিয়াই তার - জাগে তোমার মনের মাঝে !
যদি নীল-সাদা রূপের বাহারে থাকে সে আঁকা,
তবে তুমি-আমিও নীল-সাদা !
অথবা যদি থাকে ঢেকে কালো মেঘে আর সূর্যের লুকোচুরির আলো -
তবে, তুমি-আমি সাদা-কালো !
যদিও মন মৌসুমী !
তবুও কেবলই তোমার প্রতিক্ষায় থাকি ।
কারণ, আমার আকাশ তুমি !