সময়টি ছিলো- বসন্তকাল ।
তুমি বললে, আমার হৃদয়ে যে সুর বাজে ঠিক যেন দখিনা বাতাসের দোল ।
তোমার চেতালি তৃষ্ণা মেটানোর ক্ষমতা আছে- আমার বুকের স্পর্শে ।
কান পেতেই শোনা যায় বসন্তের গান-কুহুকুহু ।
অথচ, আজ সেখানে অনুভব করি আমি-
উহু, উহুঃ বিরহ ব্যাথার নিরব চিৎকার ।
কারন, কতোকাল বুকটি আমার পরশ বিহীন কোকিলার-
সে সময় গুনতে গুনতে ক্লান্ত হয়ে আর গুনতে পারি না!
কতোকাল তুমি বসন্ত বিকেলে মাথা রাখো না-
সে সময় গুনতে গুনতে ক্লান্ত হয়ে আর গুনতে পারি না!
কতোকাল তুমি বাঁকা চোখে আমার পানে তাকাও না,
শার্টের বোতাম খুলে নগ্ন বুকে আমার চুমু দাও না-
সে সময় গুনতে গুনতে ক্লান্ত হয়ে আর গুনতে পারি না!
আমার বুকে ব্যাথা ঠিক সেখানে-
যেখানে তুমি মাথা রেখেছিলে ভালোবেসে ক্ষনকাল ।


শুনেছি, স্বভাবে কোকিলা অন্যবাসায় জন্মায় সন্তান!
ভুল স্বজন প্রেমে- বিরহ ব্যাথা স্বাভাবিক প্রতিদান!!