তোমার বুকে আমি বহিরাগত নই-
সময়ের প্রয়োজনে বাহিরে আগত মাত্র!
সুযোগ পেলেই তোমার জমিনে ফিরে আসবো-
এ আমার অধিকার।


সাত সমুদ্র পাড়ি দেবার মত কঠিন প্রতিযোগিতায়-
যোগ্যতাবলে স্থান করে নিয়েছিলাম ভালোবাসার চত্ত্বরে!
তারপর ভালোবাসাবাসি দীর্ঘসময়।
সুখ-দু:খের মেলবন্ধনে তোমাকে দিয়েছি ঠাই চিরদিনের জন্য এই অন্তরে।
আজ অস্বীকার করতে চাও- ভালোবাসার সে ক্ষণ?
এ অবিচার প্রেমের জগতে- কিভাবে করবো গ্রহণ?


তোমাকে ভুলে থাকা সম্ভব নয়! সম্ভব কি করে আমাকে- ভুলে থাকা তোমার?
সত্যিকার ভালোবাসায় প্রাক্তন বলে কিছু নাই! সুযোগ নেই আমাকে বহিরাগত বলার!