পুতুল খেলা বোঝ। অথচ বলো, প্রেম বোঝ না!
দাদীজান, নানীজানের সাথে রসের আলাপ করো। অথচ বলো, প্রেম বোঝ না!
দুলাভাই-বেয়াইসাব এলে গায়ে ঢলে পড়ো স্বর্ণলতিকার মতো। অথচ বলো, প্রেম বোঝ না!
আমি পাড়ার ছেলে বলে, বুঝি, এত্তো ছলনা!
সুন্দরী প্রতিযোগিতায়- ভোট কিন্তু আমি তোমাকে দেই!
যখন শাসনতন্ত্র নিয়ে কথা হয়- আমি কিন্তু তোমার পক্ষেই থাকি!
অথচ নায্য অধিকারটুকু্ চাইলে- নাক ছিকটাও পাড়ার ছেলে বলে!
জানো, আমার পূর্বপুরুষ সেই পলাশীর ডুবন্ত সুর্যকে বারবার উদয়ের আশায়-
জীবন দিয়েছিলো যুগে যুগে, সফলও হয়েছে একসময়ে এসে।
আমিও হবো। পাড়ার ছেলে বলে অধিকার আদায়ের সংগ্রামে কোন ছাড় নাই!
এতোটুকু জেনে রেখো-
আমিও দাবা খেলতে জানি!!!