আমিতো ভুলেই ছিলাম- এই মনের ঐ পুরোনো আবাস ।
আবার কেন ডাকলো কোকিল কুহুকুহু, বইলো দখিনা বাতাস ।
আবার কি হলো-
                 মন এলোমেলো ।
পুরোনো ক্ষত শুকায় না,    
জেগে ওঠে ভাঙা জমিন অন্যক্ষণে নদীর বুকে-  হয় সবুজ এবং ফুল চাষ ।
পুনশ্চ মন করে পানি গ্রহণ-
        ভুলে বেদনার ক্ষণ ।
প্রেম হারায় না । প্রেমের মানুষ হয়তো হারায়, হয়তো না ।
প্রেমহীন বাঁচে না- নারী এবং পুরুষ । এ যে দ্বন্দ্ব সমাস !


হোক সংযোজক অথবা বিয়োজক- প্রেম অব্যয় ।
প্রেমেই জীবন গতিময়...