শরতের সারথি সে শাদা কাশফুল,
শিশির শুভ্রতা ভেজা ঐ শিউলিদল,
স্নিগ্ধতা নদীর বুকে জল টলমল,
ভেসে চলা মেঘকূল আকাশে অতুল।
মেঘ-সূর্য লুকোচুরি সৌন্দর্য্য প্রতুল,
সবুজের মাঠে ধান নাঁচে নৃত্যদল,
গানে গানে ওড়ে পাখি উচ্ছল সকল,
উঁচু শিরে ফুটে ওঠা শাপলার ফুল।

শরৎ সারথিসব মনে দেয় দোলা,
প্রশান্তির ছোঁয়া লাগে হৃদয়ে গহীন।
ঋতুরানি অপরূপা শরৎ দারুণ!
প্রেম আবেদন তার যায় না যে ভোলা,
বাংলার শরৎ প্রেমে দৃঢ়তা কঠিন।
বারবার প্রেমে পড়ে হয়ে যাই খুন!


------------
উৎসর্গঃ আমার শ্রদ্ধেয় শিক্ষক- শাহ আলী আশরাফ স্যারকে।