আপন কেউ নাইরে আমার
আপন কেউ নাই,
মনে জমা দুঃখের কথা-
কারে যে শোনাই ।
আমার) সুখের কথা, দুঃখের কথা-
কারে যে শোনাই ।।


রূপকথার গল্পের মত
এক রাজকুমারি ছিলো,
অন্যদেশের রাজা এসে
তারে কেড়ে নিলো ।
সেই থেকে জীবন একা
কষ্টের সীমা নাই!
মনে জমা দুঃখের কথা-
কারে যে শোনাই ।।
আমার) সুখের কথা, দুঃখের কথা-
কারে যে শোনাই ।।


কতো গল্প, কতো গান
আছে হৃদয়ে জমা,
প্রেমের কথা কারে বলি
হারিয়ে প্রিয়তমা ।
না বলা সেসব কথা-
আমি লুকিয়ে বেড়াই!
মনে জমা দুঃখের কথা-
কারে যে শোনাই ।।
আমার) সুখের কথা, দুঃখের কথা-
কারে যে শোনাই ।।


(গানের কবিতা)