এই আঁধারসময়ে-
অসংখ্য শোককাব্য লেখা হয়ে গেছে বাংলা কবিতায়।
বাংলা অভিধানের বেদনা, শোক এসব শব্দ,সমার্থক শব্দে-
কবিতার পুরো দেহ বারবার হয়েছে ক্ষত বিক্ষত ।
আর লিখতে চাই না, আর বলতে চাইনা-
"আমরা শোকাহত"
                   -এবার জেগে ওঠো ।
এবার জেগে ওঠো বিবেক,
অনাকাঙ্খিত মৃত্যুর মিছিল দেখে দেখে,
অসহায় আবেগে- আর নয় শোকাহত!
জাগ্রত জনতার মঞ্চ গড়ে- এবার জেগে ওঠো ।
জেগে ওঠো- ধর্ষকদের বিরুদ্ধে ।
ধর্ষিতার মৃত্যুতে শোককাব্য না লিখে ধর্ষকের বিরুদ্ধে দ্রোহকাব্য লেখো ।
আর একটিও ধর্ষনের ঘটনা ঘটতে দেয়া হবে না-
কবিতামাতৃক বাংলাদেশের বুকে ।


এই আঁধারসময়ে- এবার জেগে ওঠো- স্ফুলিঙ্গ হোক তোমার চোখ ।