তুমি বোঝ নি!
বুঝেছে মেঘ, বৃষ্টিরেণু। বুঝেছে নীল আকাশ, রংধনু।
বুঝেছে আর বিকেলের হাওয়ায়!
প্রিয় ক্যাম্পাসে,
একেলা একা বসে, কাটিয়ে দিয়েছি কতোটা সময়-
তোমার অপেক্ষায়।
সময়ের সম্মুখ তীর,
কেড়ে নেয় সেসব দিন। বহতা নদীর সুরে-
চলে যাই আমি দূরে, তুমিও বহুদূরে।
আর দেখা হয় না!
স্বাক্ষী কার্জন। নীরবে চেয়ে থাকে!


প্রাক্তনঃ সুপ্ত আগ্নেয়গিরি। হঠাৎ হঠাৎ জাগে!


কার্জনের ছায়ায়,
ফিরে ফিরে আসি- শ্রেষ্ঠ অনুভূতির মায়ায়।
কাঁপে তখন নিউরনসমস্ত!
ভাবি,
বন্ধুতার আড়ালে কতো প্রেম-
ক্ষয়ে ক্ষয়ে যায় মোমবাতির মতো।