প্রেমিকের প্রার্থণায়-
আষাঢ়ে রাতে চাঁদকে বারবার প্রেম প্রস্তাব দিচ্ছে ভেসে ভেসে এসে
কালো মেঘ : যেমন ফুলের চারপাশে ভ্রমর ঘোরে-
নানা ইশারায়!


মেঘকে বলে দিয়েছিলো- পৃথিবীর এক একাকি প্রেমিক,
জোছনার আলোয় আবছা হলে সব দেখা যায়,
নিন্দুকের ভয়ে সখী কাছে আসেনা-
ফিরে যায় লোক লজ্জায়!


চাঁদকে বারবার ফিসফিস বলে মেঘ-
আমার আঁধারে লুকাও খানিকক্ষণ,
থেমে যাক -
ফুলের পাশে ভ্রমরের ভ্রমণ ।


প্রেমিক থেকে মেঘ, মেঘ থেকে চাঁদ, চাঁদ থেকে লজ্জাবতী ফুলের ভাজে ভাজে-
প্রার্থণা বয়ে যায়- অভিসারের সময়ের, কেটে যায় অপেক্ষার বাধ- মিলনসজ্জা আঁধারে সাজে!


ফুলের গায়ে ভ্রমর নৃত্য করে নব উন্মাদনায়!
ফলজ বাগানে পৃথিবীর যাত্রা থাকে অব্যহত- আষাঢ়ে রাতে প্রেমিকের প্রার্থণায়!