হারিয়ে যাচ্ছি আমি একটু একটু করে
সময়ের প্রয়োজনে কালের গহ্বরে
কালের ধুলোয় লেখা ক্ষণকালের অস্তিত্ব আমার
পরিনত হচ্ছে ধীরে ধীরে বিবর্ণ প্রহরে ।


আজকের কুড়ি আগামীর ফুল সময়ের সাথে সাথে
শুন্য হবে পূর্ণ, পূর্ণ হবে শেষ-এই বিধির কাজ
অদৃষ্টের খেলায় আমার জিবন ভেলা কখন যেন
করে সাঙ্গ ধরাধামের রঙ্গ ভঙ্গ করবে হেথার রাজ ।


তবু ক্ষণকালের এ জিবন মোর সেতো তুচ্ছ নয়
কোন হৃদয় মাঝে ভালোবেসে যদিগো ঠাঁই হয়
চৈত্রের রোধে ক্লান্ত পথিক চায় যেমন বটবৃক্ষের ছাঁয়া
তেমনি কোন হৃদয়ে মোর তরে থাকে যদি ‍বিন্দুসম মায়া ।


তবেই স্বার্থক ভাবি ক্ষণকালের পথে
বালির বাধের মত ক্ষণিকের এ যাত্রা
জিবন সায়াহ্ণে শুভেচ্ছা বার্তা যদি পাই কারো
সেই মোর এ জিবনে বেঁচে থাকার মাত্রা ।