আমি নারীদের আড্ডায় পুরুষদের গল্প শুনেছি!


বিবাহিতাদের আড্ডালোচনায় জমে ওঠে-  
কার সাহেবের টাকা-পয়সা-সম্পদ-সম্পত্তি আছে কতোটা অঢেল,
সে নারীই হয়ে ওঠেন ঐ আড্ডার মধ্যমনি মডেল!


আবার শুনেছি- পুরুষের রূপকীর্তন: কার সাহেব বলিউডের "খান" নায়কদের হার মানায়,
অন্য রমনী গাল হা করে শোনে, যার সাহেব এমন সে নারী সৌভাগ্যবতী উপাধি পায়!


এমন আড্ডায় আশেপাশে থেকে শুরু করেন অন্য কেউ- তার সাহেব ভীষণ ক্ষমতাবান: অমুক-তমুক থাকে পিছনের কাতারে তার ইকতেদায়!
রমনীকুল সমীহ শুরু সে আপাকেও চাল-চলন-কথা-বার্তায়!


পুরুষদের গুনের গল্প তেমন শুনিনি আমি- বিবাহিতাদের আড্ডালোচনায় !
তাই, নারীর জীবনে যেমন পুরুষ "বর্তমান" তেমন রয়ে যায়!!
পরিবর্তিত হয়না আড্ডার বিষয়, পরিবর্তিত হয়না পুরুষ হৃদয় । সমাজ চিন্তাবিদ ডোবে হতাশার কবিতায়!!!