নিস্তব্ধ রাত। চুপি চুপি যাই আমি-
বিবিজানের ঘরে। চমৎকার! বাবুই পাখির বাসা।
ভেবেছি, মহাজাগতিক প্রেম ছড়ানো এখানে-
জোনাকির দলে দলে আলোয় ভরা।
শরাব পানে সিক্ত কন্ঠে-
আগুন-ধোঁয়ার উল্লাসে যখন মগ্ন হই,
বিবিজান বলে, "মোরে একখান গলার হার দিও!"
পরাবাস্তবতা ছেড়ে-
ফিরে আসি আমি, গ্রহের জমিনে!
দেখি, এখানেও, কেবল টেক্কা চলে-
টাকার উপর টাকার!


দিন নয়, রাতের বাজিমাত- পৃথিবীর বুকে!
-------
কবিতাটি দৈনিক যুগান্তর এ প্রকাশিত।