আবার! আবার পড়ন্ত বিকেলে মেঘ এলো-
সৌখিন ডানা মেলে,
তুমিও নেমে এলে-
সবুজ ঘাসের সবুজ মাঠে নুপুর পরে,
বৃষ্টি হলো।


ময়ূরী পেখম মেলেছিলো-
উদাস মনে
            ক্লান্ত চোখে
একলা একা হাতের মুঠোয় জল ছুঁয়েছিলে-
বেশ লেগেছিলো!


যৌবন ভরা বাতাস সেদিন দোল খেয়েছিলো ।
হালকা ঘন বৃষ্টির ফোঁটা-
ঢেউ তুলেছিলো-
শুণ্যের মাঝে নদীর মতন!
বাঁধ ভেঙেছিলো।


হয়তো আজও এমন-
ছবির মতন তোমার ছবি!
উল্টো রথে ভগ্ন হৃদয়-
ব্যর্থ প্রেমিক একলা কবি!
বিরহের লোনা জলে চোখ যুগলে ঢল নেমেছে!


দাবী করছি- এ নিশ্চিত অনিয়ম- বাদল গানে!
স্বাক্ষী নাই। আবার আছে!
ঐ সবুজ জমিন।
একদিন যুগল ভেজা।
আজ- একা, একা!
বিচ্ছিন্নতার দুই রঙে রঙিন!!!