আষাঢ়ের মধ্যরাত্রি
কৃত্রিমতার কোলাহল নেই
আমি জেগে আছি
কোন এক মায়াবী প্রহরে
বাতাসে বনফুলের সুবাস
কখনও তীব্র কখনও বা মৃদু
আর ছন্দময় সুরে
অঝোর বর্ষার গান ।
নৈস্বর্গিক সে রাত
স্মৃতিময় অতীত
ব্যাকুল হৃদয়ে
বিরহের তান ।
খুঁজে খুঁজে মরি
তোমাকে তাই স্মরণ করি
উষ্ণ আবেগে আপ্লুত হৃদয়ে
তোমারই সান্নিধ্য রচি ।
বাহিরে বর্ষার গান
আকুল মন-প্রাণ
জীবনের সাধ আজ নাহি মিটে
তুমি বিহনে মোর ।
এসো তুমি বারে বারে
এমিন মধুর প্রহরে
বাস্তবতা হয়ে
ভেঙ্গে স্বপ্নঘোর ।