মাঝে মাঝে বোবাদেরও গান গাইতে ইচ্ছে হয়-
কেউ শুনুক অথবা না শুনুক,
কেই বুঝুক অথবা না বুঝুক,
ওটা ব্যাপার নয়!
আপনমনে সুর ধরে-
দু:খে, কষ্টে, ক্ষোভে কিংবা দ্রোহে ।
নিজের অথবা পরের তরে-
অধিকারের গান করে সব উপেক্ষা সহে ।


এসব দুর্বোধ্য গান-
যে বোঝার চেস্টা করে তার দেহেই আছে কেবল মানুষের প্রাণ ।
------------
ইংরেজি অনুবাদ
----------
The song of the Dumb


Sometimes even the Dumb wants to sing -
Whether one hears it or not,
Whether anyone understands it or not,
That's not the matters!
Holding the tune in your heart -
In sorrow, in distress, in anger, or in jealous.
For their own or For the others-
Ignoring all, They sing the song of rights


These mysterious songs-
Who want to understand only it has the human mind.